শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১
The Daily Post

তালায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে একজন নিহত 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

তালায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে একজন নিহত 

সাতক্ষীরার তালায় মোটর সাইকেল-ট্রাকের সংঘর্ষে জামিরুল ইসলাম (১৫) নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) আঠারোমাইল-পাইকগাছা সড়কের তালা উপজেলার গোনালী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি তালা উপজেলার নলতা গ্রামের কামরুল শেখের ছেলে।

স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত জামিরুল সকালে দ্রুত গতিতে মোটরসাইকেলে তালা উপ-শহরে যাচ্ছিলেন। এসময় গোনালী বাজার এলাকায় আসলে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষে জামিরুল ঘটনাস্থলে নিহত হয়। 

খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত জামিরুলের পরিবারকে সমাবেদনা জানান। তালা থানার ওসি মো. মমিনূল ইসলাম মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

টিএইচ